২৯ আগস্ট ভারতে শুরু হচ্ছে এশিয়া কাপ হকির আসর। রাজনৈতিক দ্বন্দ্বে ভারতে যাচ্ছে না পাকিস্তান। তাই শেষ মুহূর্তে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে টিম বাংলাদেশ।
টুর্নামেন্টের মাত্র ১১ দিন আগে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। গত পাঁচ থেকে ছয় দিন ধরে চলছে অনুশীলন ক্যাম্প। একসঙ্গে চলছে জাতীয় দল ও যুব দলের অনুশীলন।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘আজকের আমরা এএইচএফ ক্লিয়ারেন্স পাইছি এবং এশিয়ান হকি ফেডারেশন থেকে ইনভাইটেশন পেয়ে গেছি এশিয়া কাপ ২০২৫ এ অংশগ্রহণ করার জন্য। বেশ অনেকদিন হলেই এটা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। আজকের কনফার্ম হয়েছে। আমরা আমাদের বাকিসব কাজ এগিয়ে যাচ্ছি। গত পাঁচ ছয় দিন ধরে আমরা একটা ক্যাম্প শুরু করছিলাম।’
টুর্নামেন্টের আর মাত্র ১১ দিন বাকি। বাংলাদেশ থেকে ভারতের ভিসা বেশ সময় সাপেক্ষ। টুর্নামেন্টের আমন্ত্রণ পেলেও এখন প্রস্তুতি ছাপিয়ে ভিসাও একটা বড় চ্যালেঞ্জ ফেডারেশনের সামনে, ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয়ে অবশ্য দিয়েছে সহায়তার আশ্বাস।
১৯৮২ সাল থেকে এশিয়া কাপ হকি খেলছে বাংলাদেশ। ১৯৮৫ ও ২০১৭ সালে টুর্নামেন্টের স্বাগতিকও হয়েছে লাল-সবুজরা। এবার এএইচএফ কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল প্রথমবারের মতো।
আরও পড়ুন:
এশিয়া কাপের মতো টুর্নামেন্টের আগে দীর্ঘদিনের প্রস্তুতি দরকার হলেও সময় স্বল্পতায় রয়েছে বেশকিছু ঘাটতি। তবে পাকিস্তান নাম প্রত্যাহার করায় তৈরি হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ খেলার সুযোগ। এ প্রাপ্তিকে বড় অর্জন মানছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। আমরা আশা করি, যে দলটা তৈরি করা হবে, তার একটা ভালো খেলা দেবে। আমাদের দৃঢ় বিশ্বাস, আপনাদের সবার দোয়া থাকবে দল যেন ভালো খেলতে পারে।’
আগামী ২৯ তারিখ ভারতের রাজগিরে শুরু হবে এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।