আর্থিক সাহায্যের কথা ঘোষণা দিয়ে আরসিবি লিখেছে, ‘৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের ১১ জন সদস্যকে হারিয়েছি। তারা আমাদেরই অংশ ছিলেন। এরাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। এদের না-থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। এদের শূন্যস্থান কোনও কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে আরসিবি নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকা দিচ্ছে।’
আরও পড়ুন:
সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ‘আরসিবি কেয়ার’ নামে শুরু করেছে নতুন পদক্ষেপ। গত বৃহস্পতিবার ‘আরসিবি কেয়ারস’ নামে একটি উদ্যোগের সূচনা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লিখেছিল, ‘৪ জুনের মর্মান্তিক ঘটনার পর থেকে ক্লাব ও সমর্থকরা গভীরভাবে ভেঙে পড়েছিল। সেই নীরবতাই ছিল শোক প্রকাশ ও আত্মমগ্নতার মুহূর্ত। সেই সময়ে আমরা শুনেছি, শিখেছি এবং বোঝাপড়ার মধ্য দিয়ে বেঙ্গালুরু একটি নতুন উদ্যোগ গড়ে তুলেছে– আরসিবি কেয়ার্স। এ প্ল্যাটফর্ম শুধু প্রতিক্রিয়ার জন্য নয়, বরং ভক্তদের সম্মান জানাতে, তাদের পাশে দাঁড়াতে এবং সুস্থতার পথে এগিয়ে যেতে তৈরি করা হয়েছে।’
এ উদ্যোগে বেঙ্গালুরু লিখেছে ‘আমাদের ফিরে আসা উদযাপনের জন্য নয়, বরং পারস্পরিক যত্ন ও সহমর্মিতার জন্য। সমর্থকদের পাশে থেকে, একসঙ্গে পথ চলতে চাই। আরসিবি যত্ন নেয় এবং সর্বদা সেই পথে অটুট থাকবে। নিজেদের পরিচয়কে কর্ণাটকের গর্ব হিসেবে তুলে ধরবে ফ্র্যাঞ্চাইজি। খুব শিগগিরই এ উদ্যোগ নিয়ে আরও বিস্তারিত জানানো হবে।’