কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি মিঠুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
এখন মাঠে
0

প্রতিষ্ঠার এক যুগ পর কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি হলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) ভোটাভুটিতে বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, নিষ্ক্রিয়প্রায় কোয়াবকে সত্যিকারার্থে ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠনে পরিণত করতে চান তিনি। ভোট দিতে এসে তামিম ইকবালের আহ্বান, বিসিবি যেন ক্রিকেটারদের প্রতি আরও দায়িত্বশীল হয়।

নির্বাচন মানেই বিজয়ী হওয়ার লড়াই। তবে কোয়াব নির্বাচন দিয়েছে ভিন্ন আমেজ। ১১ বছর পর কোয়াব নির্বাচন ঘিরে উৎসবমুখর বিসিবি। যেখানে সাবেক বর্তমান মিলিয়ে কোয়াব নির্বাচন পরিণত হয়েছিলো এক মিলনমেলায়। আর মিলন মেলার কেন্দ্র বিন্দুতে মিঠুন-সোহানরা ছাড়াও ছিলেন বিসিবির আগামী নির্বাচনের দুই হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল।

অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ, প্রত্যাশার আগামী শুরু। আদতে কোয়াবের বিগত কমিটি ছিলো প্রায় নিষ্ক্রিয়। বিপুল ভোটের ব্যবধানে কোয়াব সভাপতি নির্বাচিত হওয়ার পর জেগে ওঠার গান শোনালেন সদ্য নির্বাচিত কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

আরও পড়ুন:

কোয়াব নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ মিঠুন বলেন, ‘প্রতিটি সেক্টর থেকেই একটি প্রতিনিধি থাকবে। আমরা এরইমধ্যে বিষয়গুলো ঠিক করে ফেলেছি। কমিটিটি শুধু ঢাকাকেন্দ্রীক করতে চাই না। পুরো বাংলাদেশে এটি ছড়িয়ে দিতে চাই।

উঠতি ও অবহেলিত ক্রিকেটের সমস্যা সমাধানে আশার সঞ্চার জাগিয়েছেন। পাশাপাশি বাস্তবতার নিরিখে পরিকল্পনা বাস্তবায়নে সময় চেয়েছেন মিঠুন।

কোয়াব নির্বাচন পরিদর্শন করতে এসে তামিম ইকবাল অবশ্য তুলে ধরেছেন নতুন দিক। ক্রিকেটারদের সমস্যা সমাধানের গুরুদায়িত্ব তো বর্তায় বিসিবির উপরই। তাই ক্রিকেট বোর্ডকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তামিমের।

সাবেক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটদল তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেট বোর্ড যদি ক্রিকেটারদের দেখে তাহলে তারা অভিযোগ করার জায়গাই পাবে না। বোর্ডের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

এফএস