ফিফা বাছাইয়ে নাটকীয় জয় ইতালির, অঘটনের শিকার সুইডেন

নাটকীয় জয় ইতালির
এখন মাঠে
0

ইউরোপিয়ান অঞ্চলের ফিফা বাছাইয়ে নাটকীয় এক ম্যাচে ইসরাইলকে ৫-৪ গোলে হারিয়েছে ইতালি। রাতের অন্য ম্যাচে বড় অঘটনের শিকার হয়েছে সুইডেন।

কসোভোর কাছে ২-০ গোলে হেরেছে ইয়োকেরেশ-এলাঙ্গার দল। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে সুইডেন। ২৬ মিনিটে এলভিস রেক্সবেচাজ এবং ৪২ মিনিটে ভেদাত মুরিকির গোলে এগিয়ে যায় কসোভো। তাতেই নিশ্চিত হয় তাদের জয়।

আরও পড়ুন:

রাতের অন্য খেলায় নাটকীয় জয় তুলে নিয়েছে ইতালি। সান্দ্রো টোনালির অতিরিক্ত সময়ের গোলে ৫-৪ গোলে জয় নিশ্চিত হয় তাদের। প্রথমার্ধে ১-১ গোলে সমতার পর ময়সে কিন এবং রাস্পাদোরির গোলে ৪-২ গোলের লিড নেয় আজ্জুরিরা। তবে সেখান থেকে ৪-৪ স্কোরলাইনে সমতা আনে ইসরায়েল। একেবারে শেষ সময়ে ইতালির জয়সূচক গোল করেন টোনালি।

এফএস