হাথুরু বলছেন, অস্ট্রেলিয়া শক্তিশালী দল। ওরা বিশ্বকাপের সবচেয়ে সফল দল। এরইমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা। তবে আমরা ভালো খেলে ওদেরকে হারাতে চাই। হ্যাঁ, শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের একটা প্রভাব তো থাকবেই। তবে আমরা জিততে চাই।'
জয় পেতে চাওয়া ম্যাচে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে বিজয়কে ডাকা হয়েছে। তবে সাকিবের বদলি হিসেবে একজন স্পিনারকে দেখা যেতে পারে দলে। সেক্ষেত্রে নাসুম কিংবা শেখ মেহেদী হাসান থাকছেন এগিয়ে।
আরো পড়ুন:
বাংলাদেশ দলের কোচ আরো জানান, সাকিবের মত অলরাউন্ডারকে রিপ্লেস করা খুব মুশকিল। ও ব্যাটে-বলে দুই বিভাগেই সাপোর্ট দেয়। ও না থাকলে কম্বিনেশন মেলানো কঠিন হয়ে যায়। ওকে মিস করবো।
বিশ্রাম কাটিয়ে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। এরইমধ্যে সেমি নিশ্চিত করায় দলটিতে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে অতি মানবীয় ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়াই সাজানো হতে পারে একাদশ। তবু বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না অজিরা।
এই প্রসঙ্গে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানান, ওরা অনেক বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। সাকিবের না থাকাটা বড় ফ্যাক্টর কিন্তু ওদের দলে রিয়াদ-মুশফিক আছে। বিশ্বকাপে ওরা প্রচুর রান করেছে। মেহেদি বেশ ভালো বোলার। ওদেরকে সহজভাবে নেয়ার সুযোগ নেই।
তবে, বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ।