বিশ্বকাপে প্রথমপর্বের শেষ ম্যাচে এবার ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

ভারতের ও নেদারল্যান্ডস ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

দেখতে দেখতে শেষ হতে চললো বিশ্বকাপের প্রথম পর্ব। সব দলই জয়-পরাজয়ের মধ্য দিয়ে গেলেও ব্যতিক্রম স্বাগতিক ভারত। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেও হারেনি একটিতেও। এমনকি সবদলের বিপক্ষে রোহিত-কোহলিরা ছিল অপ্রতিরোধ্য। প্রথমপর্বের শেষ ম্যাচে এবার ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

শক্তির বিচার ও সাম্প্রতিক সাফল্য কোন কিছুতেই স্বাগতিকদের ধারে কাছে নেই ডাচরা। দুই দলের মুখোমুখি সমীকরণও কোহলিদের পক্ষে। ব্যাঙ্গালুরুতে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এবারের আসরে ভারতের সবচেয়ে শক্তির জায়গা তাদের টপ অর্ডার ব্যাটিং। কোহলি-রোহিত-গিল সবাই আছেন দুর্দান্ত ফর্মে। বোলাররাও আছেন তাদের সেরা ছন্দে। জাসপ্রিত বুমরাহ, শামি, জাদেজাদের উইকেট সংগ্রহের দিকে তাকালেই সেটা আরও পরিষ্কার হওয়া যায়। ভারতীয় কোচের ইঙ্গিত ডাচদের বিপক্ষে একাদশে খুব একটা পরিবর্তন হবে না। ক্রিকেটারদের ছন্দে রাখতেই এমন সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

অন্যদিকে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে নেদারল্যান্ডস। প্রাপ্তির তালিকায় কেবল দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে জয়। তবে স্বাগতিকরা শক্তিশালী হলেও শেষটা অন্তত স্মরণীয় করে রাখতে চায় ডাচরা। এখন পর্যন্ত দলটির হয়ে ব্যাট হাতে আলো ছাড়াচ্ছেন স্কট এডওয়ার্স। আর বল হাতে বাস ডি লিড আছেন ফর্মে। এই ম্যাচে ভালো করতে ডাচদের হয়ে এই দুই জনের নিতে হবে আলাদা দ্বায়িত্ব।

সেজু