সামনে নিউজিল্যান্ড সিরিজ। সময় আছে হাতেগোনা ১২ দিন। প্রতিপক্ষের দল ঘোষণাও শেষ, আসার সময়ও ঘনিয়ে এসেছে। তবে দল ঘোষণা থেকে অনুশীলন, স্বাগতিকদের কোনো সাড়াশব্দ নেই। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের মতে এটি বিসিবির অপেশাদারিত্বের পরিচয়। তিনি বলেন, 'বিশ্বকাপই শেষ নয়, মনোযোগ দিতে হবে সামনের সিরিজগুলোতে'।
আরো পড়ুন:
এদিকে টাইগারদের প্রধান নির্বাচক কে হবেন তা নিয়ে ক্রিকেটপাড়া সরগরম। বিসিবি এ নিয়ে কতটা এগিয়েছে তাও বোঝার উপায় নেই। গুঞ্জন আছে সাকিব-মুশফিকদের গুরু নাজমুল আবেদীন ফাহিমের ব্যাপারে। তবে যেই এ পদে আসুক না কেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ রাখার দাবি জাভেদ ওমর বেলিমের।
বিশ্বকাপ চলাকালীন নিজ নিজ দলের পারফরম্যান্স নিয়ে বোর্ডের সিদ্ধান্ত খোলাখুলিই জানিয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড । তবে বাংলাদেশ কেন এত পিছিয়ে? যেখানে চুলচেরা বিশ্লেষণের কথা সেখানে অবস্থা পর্যালোচনায় একটি কমিটি গঠন ছাড়া দৃশ্যমান আর কিছুই করেনি বিসিবি। এমন হলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান সাবেকরা।