বিপিএলে চতুর্থ দিনে দর্শকদের ঢল

ক্রিকেট
এখন মাঠে
0

বাবর-রিজওয়ানের আগমনে আবারও জমে উঠেছে বিপিএল। বিশ্ব টি-টুয়েন্টির শীর্ষ দুই ব্যাটারের খেলা দেখতে মঙ্গলবার দুপুর থেকেই স্টেডিয়ামমুখী হন ক্রিকেট ভক্তরা।

একসময় বিপিএল মাতিয়েছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সদের মত বিশ্ব ক্রিকেটের সুপারস্টাররা। বিপিএল খেলতে এসেছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মত তারকারাও।

হালে মান কমেছে, জনপ্রিয়তাও কমেছে, ফলে বিপিএলে আগ্রহও কমেছে ক্রিকেটবিশ্বের তারকাদের। সঙ্গে বিশ্বব্যাপী চলমান অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চাহিদা তো আছেই। সবমিলিয়ে এবারের বিপিএলে বড় তারকা দেখা যাবে কম।

তবে বিপিএলের চতুর্থদিনেই ঢাকায় পা রেখেছেন বর্তমান টি-টোয়েন্টির শীর্ষ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানি দুই ব্যাটার মনোযোগ কেড়েছেন দর্শকদের। তাদের কারণে একদিনের ব্যবধানে আবারও মাঠে ফিরেছে ক্রিকেটপ্রেমীরা।

এক দর্শক বলেন, 'বাবর আজমের জন্য আজ খেলা দেখতে এসেছি। বাবারদের মতো আরও খেলোয়াড় আসলে দর্শক খেলা দেখতে আসবে।'

বিপিএলের দশম আসরের শুরু থেকেই আছে ডিআরএস। যে কারণে এখন পর্যন্ত আম্পায়ারিং নিয়ে হয়নি তেমন কোনো সমালোচনা। সেইসাথে বিশ্বমানের ক্রিকেটারদের অন্তর্ভুক্তি এবারের আসরে যোগ করবে ভিন্ন মাত্রা।

অন্য এক দর্শক বলেন, 'ক্রিকেট খেলুড়ে বড় দেশ থেকে ক্রিকেটাররা আসলে বিপিএল আরও ভালো হতো।'

দর্শকদের এমন আগ্রহ নিয়ে খেলা দেখতে আসা বিফলে যেতে দেননি বাবর আজম। ঢাকায় পা রাখার পরদিনই মাঠে নেমে ফিফটি হাঁকিয়ে দর্শকদের দারুণ প্রতিদান দিয়েছেন। সঙ্গে রংপুর রাইডার্সকে উপহার দিয়েছেন আসরের প্রথম জয়।

এসএস