সিলেটে বিপিএলের টিকিটে কালোবাজারি

ক্রিকেট
এখন মাঠে
0

আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা। ইতোমধ্যে উদ্বোধনী দিনের টিকিট সংকটে পড়েছেন সিলেটের ক্রীড়ামোদি দর্শকরা। অভিযোগ উঠেছে কালোবাজারির দখলে টিকিট।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে দেখা মেলে ক্রিকেট পাগল দর্শকদের দীর্ঘ সারি। যেখানে উচ্ছ্বাসের সাথে মিশে আছে অধরা সেই টিকিটের স্বপ্ন।

টিকেট নামক সোনার হরিণ সংগ্রহ করতে শীতকে উপেক্ষা করে অনেকেই হাজির হন কাকাডাকা ভোরে। কুয়াশা ঢাকা সকাল যতই পরিষ্কার হতে থাকে ততই বাড়তে থাকে টিকিট সংগ্রহকারীদের ভিড়।

|undefined

সিলেট স্টেডিয়ামের সামনে টিকিট কেনার জন্য দর্শকদের লম্বা লাইন। ছবি: এখন টিভি।

টিকিট পাওয়ার প্রার্থনায় থাকা দর্শকরা যেন শীতের তীব্রতার কথা ভুলেই যায় সোনার হরিণকে হাতের মুঠোয় পাবার পর। এ যেন এক অন্য রকম অনুভূতি তাদের কাছে।

টিকিট কিনতে আসা একজন বলেন, 'অনলাইনে টিকিট বিক্রি করলে আমরা সহজেই নিতে পারব। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর টিকিট পেয়ে এ কষ্ট আর কিছু মনে হচ্ছে না।'

তবে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও যারা টিকিট পাননি তাদের রয়েছে কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ। এছাড়া বিপিএলে টিকিট নিয়ে রয়েছে কালোবাজারিদের দৌরাত্মও।

একজন ক্রেতা বলেন, 'দু'টি লাইন আছে। এক লাইনে টিকিট দেয়া হচ্ছে আর একটা লাইনে কোনো টিকিট দেয়া হচ্ছে না। ২০০ টাকার টিকিটের দাম হাতঘুরে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। এ বিষয়ে বিসিবি'র নজর দেয়া উচিত।'

গত বছরের তুলনায় এবার বিপিএলের টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি । তারপরও সিলেটে আগ্রহের কোন কমতি নেই দর্শকদের।

সিলেট এবং ক্রিকেট এ দুই শব্দের সংযোগ বেশ পুরোনো। বিশেষ করে প্রতিটি বিপিএল আসরে স্টেডিয়ামের গ্যালারি থাকে কানায় কানায় পরিপূর্ণ। এবারও টিকিটের যে চাহিদা তাতে অনুমান করা যায় এবারের আসরে ক্রিকেট পাগল মানুষের উন্মাদনা ছাড়িয়ে যাবে আগের বারের সকল রেকর্ড।

এসএস