ক্রিকেট উন্মাদনায় ভাসছে সিলেট

শাহনুর শাকিব
সিলেট
ক্রিকেট
এখন মাঠে
0

সিলেটে বিপিএল খেলায় চার ছক্কার ফুলঝড়ি দেখতে সকাল থেকেই দর্শকরা ছুটেছেন স্টেডিয়াম অভিমুখে। মাঠে প্রবেশের সবগুলো পথেই নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন তারা।

প্রতিবছর বিপিএলে দর্শকের দীর্ঘ সারি দেখে অভ্যস্ত সিলেটের ক্রিকেট। বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই দশম আসরের সিলেট পর্বের প্রথম দিনেই ক্রিকেটপ্রেমে ভাসছে দুটি পাতা একটি কুড়ির দেশ।

সিলেটপর্বের প্রথম খেলা শুরু দুপুর দুইটায়। তার কয়েক ঘণ্টা আগে থেকে সবার গন্তব্য স্টেডিয়াম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও হতাশার ছাপ পড়েনি কারও চোখে-মুখে। বরং রঙবেরঙের আল্পনায় নিজেদের রাঙিয়ে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন দর্শকরা।

একজন দর্শক বলেন, 'সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকে ৩ ঘণ্টা পর অনেক কষ্টে টিকিট পেয়েছি। পরিবার নিয়ে খেলা দেখবো সেজন্য এতো কষ্ট করে টিকিট কেটেছি।'

মাঠের আশেপাশে হকারদের ভুভুজেলা, ক্যাপ ও পতাকা বিক্রির ব্যস্ততাই বলে দেয় সিলেটের মানুষদের ক্রিকেটপ্রেম সম্পর্কে।

এক জার্সি বিক্রেতা বলেন, 'জার্সি, ক্যাপ বেশি বিক্রি হয়েছে। অফিসিয়াল ফ্যান জার্সি নিয়ে এসেছি সেজন্য বিক্রি ভালো হচ্ছে।'

ট্যুর্নামেন্টের শুরুতে এমন উন্মাদনায় সফল আয়োজনের ইঙ্গিত দেখছেন আয়োজকরা। তবে মাঠে দর্শকের আসন সংকুলান নিয়ে চিন্তিত থাকলেও টিকিট বাড়ানোর কোন সুযোগ নেই বলে জানান বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, 'বিপিএলের দায়িত্বে যারা আছে আমি তাদের সাথে কথা বলবো। টিকিট বিক্রির সাথে আলাদা একটি প্রতিষ্ঠান জড়িত আছে, এর সাথে আমাদের সরাসরি কোনো সংযোগ নেই।'

সিলেট পর্বে বিপিএল চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্রিকেটে বুঁদ থাকবে গোটা সিলেট।

এসএস