এক ম্যাচেও জয়ের দেখা পায়নি মাশরাফীর দল

ক্রিকেট
এখন মাঠে
0

সোমবার (২৯ জানুয়ারি) আবারও হারলো মাশরাফীর সিলেট সিক্সার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে এবার তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হার।

সিলেটে এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। দুই ওপেনার শান্ত আর মিঠুনের সংগ্রহ যথাক্রমে ৫ ও ১ রান। এরপর হ্যারি টেক্টর আর জাকির হাসানের ব্যাটে বিপদ সামাল দেয় দলটি।

শেষদিকে রায়ান বার্লের ব্যাটেও আসে ৩৪ রান। সবমিলিয়ে ১৩৭ রানের মাঝারি মানের সংগ্রহ পায় সিলেট। জবাব দিতে নেমে ১৭ রান করে আভিস্কা ফার্নান্দো ফিরলেও, তানজিদ তামিম আর টম ব্রুসের দ্বিতীয় উইকেটের জুটি সহজ জয় নিশ্চিত করে চট্টগ্রামের।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল চ্যালেঞ্জাররা। অন্যদিকে আসরে এখন পর্যন্ত কোন জয় না পাওয়া মাশরাফীর দল রইলো সবার তলানিতে।

এসএস