শান্তর ব্যর্থতা শেষ হবে কবে!

ক্রিকেট
এখন মাঠে
0

ব্যাট হাতে আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। মিরপুর টেস্টে দলের বিপদের মুখে মাত্র ২৩ রান করে সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক। চলতি বছরে ক্রিকেটের সব সংস্করণে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন শান্ত।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, 'আপনারা যারা মাঠের বাহিরে আছেন তাদের থেকে আমরা একটু বেশি জানি কোন উইকেটে কোন শট খেলতে হবে। এখন যদি আপনার জায়গায় আমি প্রশ্ন করা শুরু করি সেক্ষেত্রে আমার ভুল হবে।'

পেশাদার ক্রিকেটাররা বাইরের মানুষের চেয়ে ক্রিকেটীয় জ্ঞান বেশি রাখবেন সেটিই স্বাভাবিক। তবে মাঠে সে সবের ব্যবহার না জানলে কিংবা ধারাবাহিকভাবে ব্যর্থ হলে, এমন ঢোল পেটানো কথায় মানুষ হাস্যরসের উপাদান খুঁজবে, সেটিও স্বাভাবিকই।

সংবাদ সম্মেলনে এমন দাম্ভিক স্বরে কথা বলার জন্য অনেকবারই সমালোচিত হয়েছেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট হাসলে হয়তো সেসব সমালোচনাও তিনি হেসে উড়িয়ে দিতে পারতেন। কিংবা সমর্থকরাও কথার দোষ না খুঁজে ক্রিকেটীয় আলোচনায় মুখর হতেন। কিন্তু মুখে বড় বড় কথা আর মাঠে ব্যর্থ হওয়ার পর, নেটিজেনদের কাছে কেবল ট্রলেরই পাত্র হন শান্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ধুঁকছে বাংলাদেশ। দ্বিতীয় দিনেই ম্যাচ হারের শঙ্কা জেগেছে। বড় লিডে চাপা পড়া বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে দুই উইকেট। এ অবস্থায় একটা ক্যাপ্টেন্স নকেরই আশায় ছিলেন সমর্থকরা। কিন্তু উইকেটে সেট হয়ে, ৪৯ বল মোকাবেলা করে, ২৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। প্রথম ইনিংসেও মাত্র ৭ রান এসেছিল তার ব্যাট থেকে।

কেবল এই টেস্টেই নয়, শান্ত ধুঁকছেন দীর্ঘদিন ধরেই। চলতি বছরে খেলা ৭ টেস্টের ১৩ ইনিংসে তার ব্যাটে রান এসেছে মোটে ২৭২। চেন্নাইয়ে চলতি বছরের একমাত্র ফিফটির দেখা পেয়েছেন তিনি।

|undefined

চলতি বছরে টেস্টে নাজমুল শান্তর গড় রেট। ছবি: এখন টিভি

চলতি বছরে অধিনায়কের দায়িত্ব নেয়ার পর সব সংস্করণেই নিয়মিত খেলছেন শান্ত। এ বছর ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই সংস্করণেও কেবল একটি ফিফটিরই দেখা পেয়েছেন। আর তিন ওয়ানডেতে পেয়েছেন ১টা সেঞ্চুরির দেখা।

|undefined

চলতি বছরে টি-টোয়েন্টিতে নাজমুল শান্তর গড় রেট। ছবি: এখন টিভি

শান্ত'র ব্যাট যে আচরণ করছে তাতে অন্য যে কারো পক্ষে দলে টিকে থাকাই হয়তো মুশকিল হতো। কিন্তু দলের অধিনায়ককে কি আর বাদ দেয়া যায়?