আইসিসির কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিতের আহ্বান

ক্রিকেট
এখন মাঠে
0

ক্রিকেট মাঠে পুরুষরা নির্দ্বিধায় খেললেও নারী দলের খেলায় বিধিনিষেধ জারি রেখেছে আফগানিস্তানের তালেবান সরকার। তাই দেশটিকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

শিক্ষা ও খেলাধুলায় নারীদের অংশগ্রহণের ওপর তালেবান সরকারের বিধিনিষেধের কারণে আইসিসির কাছে দেশটির ক্রিকেট বোর্ড এসিবির সদস্যপদ স্থগিতের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

গত শুক্রবার (৭ মার্চ) আইসিসি সচিব জয় শাহকে দেয়া এক চিঠিতে সংস্থাটি জানায়, নারী ও মেয়েরা খেলাধুলায় অংশগ্রহণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে হবে।

এছাড়াও জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকার বিষয়ক নির্দেশনা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি মানবাধিকার নীতি বাস্তবায়নের জন্যও আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এসএস