আবাহনীকে ৩৯ রানে হারালো মোহামেডান

আবাহনীকে ৩৯ রানে হারালো মোহামেডান
ক্রিকেট
এখন মাঠে
0

ঢাকা ডার্বিতে আবাহনীকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে শাইনপুকুরের বিপক্ষে ২৮ রানে জিতেছে রূপগঞ্জ টাইগার্স আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।

দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান ডার্বিতে পুরোনো ঐতিহ্যের স্বাদ। দুই চিরপ্রতিদ্বন্দীর ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মাঝে বাড়তি আগ্রহ। তবে দিনশেষে জয়ী দলের নাম মোহামেডান।

এই জয়ে চলতি ডিপিএল আরো জমে উঠল। মোহামেডান এক ম্যাচ বেশি খেললেও দুই দলের পয়েন্ট সমান ১৮। প্রথমে ব্যাট করতে নেমে আনিসুল ইসলামের সেঞ্চুরিতে ২৬৪ রান করে মোহামেডান।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় আবাহনী। অধিনায়ক শান্ত একপ্রান্ত আগলে রাখলেও তার ৮০ রানের ইনিংস দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি।

আর রূপগঞ্জ টাইগার্সের দেয়া ২৫০ রানের টার্গেটে ২২২ রানেই থামে শাইনপুকুরের ইনিংস।

বিকেএসপিতে ডিপিএলের আরেক ম্যাচে প্রাইম ব্যাংকের ২০৩ রান ৫ উইকেট হারিয়ে টপকে যায় গুলশান ক্রিকেট ক্লাব। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রাখল তারা।

সেজু