লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর একই মাঠে আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিংয়ের দুর্দান্ত পারফরম্যান্স আয়ারল্যান্ডের বিপক্ষেও অব্যাহত রাখতে চায় টাইগ্রেসরা। বাছাইপর্বের দুই ম্যাচেই হারের স্বাদ পাওয়া আইরিশদের বিপক্ষে আত্মবিশ্বাসী জ্যোতিরা।
অবশ্য আইরিশদের বিপক্ষে জ্যোতিদের একক আধিপত্য আত্মবিশ্বাসের অন্যতম কারণ। মুখোমুখি হওয়া সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে আইরিশদের জয়ের তালিকায় শূন্য।
আর এক ম্যাচের একটিতেই জয় নিয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। রোববার দুদল পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়।