সিলেট পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে

বাংলাদেশের সাথে টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশের সাথে প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) ঢাকায় আসে জিম্বাবুয়ে। একদিন ঢাকায় অবস্থান করার পর আজ (বুধবার, ১৬ এপ্রিল) সিলেটের ফ্লাইট ধরে সফরকারীরা।

সেখানে ২০ তারিখ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রাম।

বাংলাদেশের বিপক্ষে মোট ১৮টি টেস্ট ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। যেখানে বাংলাদেশের আট জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় সাতটিতে। বাকি তিন ম্যাচে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

২০২১ সালে সবশেষ সাদা পোশাকে মুখোমুখি হয়েছিলো দুদল।

এসএস