আইপিএলে আজ হায়দ্রাবাদের মুখোমুখি মুম্বাই

সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের উদযাপনের মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে আজ (বুধবার, ২৩ এপ্রিল) পয়েন্ট টেবিলের নিচের সারির দল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স।

রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

পয়েন্ট টেবিলে নিচের দিকে অবস্থান প্যাট কামিন্সের দলের। রাজস্থান রয়্যালসকে হারিয়ে আসর শুরু করলেও ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাবে টানা চার ম্যাচে টালমাটাল অবস্থা হায়দ্রাবাদের।

তবে ঘরের মাঠে জয়ের পরিকল্পনায় স্কোয়াডে আসতে পারে পরিবর্তন।

এদিকে নিজেদের সবশেষ ম্যাচে ওয়াংখেড়েতে এই সানরাইজার্সকে হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। রায়ান রিকেলটন, রোহিত শর্মার মতো হিটম্যানদের নিয়ে এই ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

এদিকে লাখনৌ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এসএইচ