বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে পৌঁছাতে সফররতরা ব্যাট করে ৫০.১ ওভার।
স্বাগতিকরা ম্যাচ হারলেও বোলিংয়ে আলো ছড়িয়েছেন মেহেদী মিরাজ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার।
এর আগে, বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি একাই শিকার করেছেন ৬ উইকেট।
আগের দিন ক্রিজে থাকা শান্ত চার নাম্বার দিনে বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৬০ রানে মুজারাবানিকে উইকেট দেন বাংলাদেশ অধিনায়ক।
আরো পড়ুন:
বাকিদের মধ্যে অধিকাংশ ব্যাটার ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
তবে এক প্রান্ত আগলে ফিফটি হাঁকিয়েছেন জাকের আলী অনিক। ১১১ বলে ৫৮ রান করেন এই উইকেট কিপার ব্যাটার।