বিসিবি যেন মেলায় চলা আস্ত এক সার্কাস!

ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন রূপ নিয়েছে মেলায় চলা কোনো সার্কাসে। নেতিবাচক আলোচনায় গেল কয়েকদিনে খবরের শিরোনাম হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের এই অভিভাবক প্রতিষ্ঠান। যে নতুন আইনে স্থগিত করা হয়েছিল মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা। গতকাল (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) সেই আইনকেই বাতিল করেছে বিসিবি। যার কারণে আবারও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন হৃদয়। এদিকে বোর্ডের অনুমোদন ছাড়াই সভাপতির ১২০ কোটি টাকা স্থানান্তরের বিষয়ে কৌঁসুলি উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশনসের প্রধান নাজমুল আবেদিন ফাহিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কতশত রূপ, একদিন আগে আইন বানায় একটি পক্ষ, পরদিন সে আইনই বাতিল করে অন্যপক্ষ। যেন ক্রিকেটটা আর খেলা নয়, হয়ে পড়েছে রিং মাস্টারের ইশারায় চলা একটি জনপ্রিয় সার্কাস।

আলোচনার বিষয়বস্তু তাওহীদ হৃদয়, গেল কিছুদিন এই উঠতি তারকাকে নিয়ে ক্রিকেট বোর্ডে যত তামাশা হয়েছে, তা হৃদয়ের ক্যারিয়ারে কতটা নেতিবাচক প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে মোহামেডানের এক ক্রিকেটারের শাস্তি কমাতে বিসিবি'র কোড অব কন্ডাক্টের আইন পরিবর্তনের পর এবার আবারও পুরনো আইনকেই সমর্থন দিয়েছেন টেকনিক্যাল কমিটির নতুন কনভেইনার নাজমুল আবেদিন ফাহিম। সাথে জানিয়েছেন, পরের ম্যাচেই নিষিদ্ধ থাকবেন মোহামেডান অধিনায়ক।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আমরা রিসেন্টলি যে পরিবর্তনটা করেছি, সেটাকে নেয়া যাবে না। এবং আগের যে নিয়মটা ছিল সেটাকে বলবত করতে হবে। সেটার ধারাবাহিকতা অনুযায়ী পরের ম্যাচে তৌহিদ হৃদয় খেলার সুযোগ পাবে না।’

হৃদয়কে নিয়ে শুরু হওয়া এই বিতর্কের পানি অবশ্য গড়িয়েছে অনেক দূর। টেকনিক্যাল কমিটির উদ্ভট সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিসিবি'র চাকরি ছাড়তে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আইসিসি'র এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। তবে স্বস্তির বিষয় আম্পায়ার্স কমিটির জরুরি বৈঠকে আপাতত সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন এই অভিজ্ঞ আম্পায়ার।

তবে বিসিবিকে নিয়ে সবচেয়ে বিস্ফোরক তথ্যটি উঠে এসেছে বৃহস্পতিবার দেশের এক জাতীয় দৈনিকে। যেখানে বলা হয়, বোর্ডের অনুমোদন ছাড়াই একক প্রচেষ্টায় দু'টি ব্যাংকে ১২০ কোটি টাকা ট্রান্সফার করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। যদিও এই বিষয়ে কৌঁসুলি উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশনসের প্রধান।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আমি জানি না আজকের রিপোর্ট কী হয়েছে বা না হয়েছে। খুব পরিষ্কারভাবে যে আমি অবগত, তা নই। কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এটুকু জানি, কিন্তু স্পেসিফিক কিছু জানা নেই।’

বাংলাদেশ ক্রিকেট নিয়ে দেশের কোটি ক্রিকেটপ্রেমীর যে আবেগ তাই যেন বার-বার প্রতারিত হয় বিসিবির এসব অদ্ভুত আচরণে। কখনও নিষিদ্ধ ক্রিকেটারের জন্য বদলানো হয় আইন, আবার গণমাধ্যমের চাপে নতুন আইন বাতিল করতে বাধ্য হয় ক্রিকেট বোর্ড। মাঠের বাইরের এসব অরাজকতায় গুরুত্ব হারায় ছন্নছাড়া টাইগারদের মাঠের ক্রিকেটে উন্নতির পরিকল্পনা।

এসএস