চার ম্যাচের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে মোহামেডানের অনুশীলনে তাওহীদ হৃদয়। মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ঢাকাই ক্রিকেটে সবচেয়ে সফল দল আবাহনীর এবারের প্রেক্ষাপট ভিন্ন। পট পরিবর্তনের পর নানা সমস্যায় থাকা দলটি এবারও আছে টেবিল টপার হয়ে। তাই শেষটাও শিরোপা জিতে রাঙাতে চায় প্রথমবার হেড কোচের দায়িত্বে আসা হান্নান সরকার।
আবাহনী লিমিটেডের কোচ হান্নান সরকার বলেন, ‘আবাহনী দল একটা ঐতিহ্যবাহী দল তা এবছর ধরে রেখেছে। প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। সবকিছু মিলিয়ে অনেকগুলো পরিবর্তন হয়েছে।’
আর বিভিন্ন ইস্যুতে বিতর্কিত দল মোহামেডানও বহুদিন দেখা পায় না ডিপিএলের শিরোপা। এবার বেশ বড় বাজেটের গড়েছে দল। তবে রয়েছে নিষেধাজ্ঞার বেড়াজালও। তবু শিরোপা ঘরে ফেরাতে চায় মোহামেডানের এই পেসার।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ ইবাদত হোসেন বলেন, ‘এবছর টিম অনেক ভালো ছিল। যার কারণে আমরা শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হতে পেরেছি।’
মঙ্গলবার মিরপুরে মুখোমুখি হবে দুদল। শিরোপা জয়ের লড়াইয়ে আবাহনী এগিয়ে থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে মাঠের ক্রিকেটে কে এগিয়ে যায় সেটাই দেখার বিষয়।