নারী ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পেলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত নারী ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

২০১৫-২৯ চক্রে ১৬তম দেশ হিসেবে আইসিসি নারী ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পেলো সংযুক্ত আরব আমিরাত। মূলত পারফরম্যান্সের ভিত্তিতে এই স্ট্যাটাস পেলো আরব আমিরাত।

নারী ক্রিকেটে ওয়ানডে মর্যাদা পাওয়া ৫টি সহযোগী দেশ হচ্ছে থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি নেদারল্যান্ডস ও আরব আমিরাত।

নারী বিশ্বকাপে বাছাইয়ে উত্তীর্ণ হওয়ায় ১১ ও ১২তম দল হিসেবে ওয়ানডে মর্যাদা ধরে রেখেছে তারা।

আর ১৩ ও ১৫ নম্বরে থাকা পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস এই মর্যাদা পেয়েছে তাদের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ভিত্তিতে।

সাধারণত ওয়ানডে স্ট্যাটাস পেতে ন্যূনতম ৮টি ম্যাচ খেলার পাশাপাশি র‍্যাংকিংয়ে উন্নতি করতে হয়।

সেজু