একপ্রান্ত আগলে রেখে ব্যাট করা রিচ মারিউ ৪২ রান করে আউট হলে তিন অঙ্কের নিচেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে কিউইরা। তবে শেষ দিকে ডিন ফক্সক্রোফটের ৭২ রানের ইনিংস ভর করে ১৪৭ রান তোলে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেন পারভেজ হোসেন ইমন। নাঈম ও ইমনের ব্যাটে মাত্র ছয় ওভারেই অর্ধশত রান তোলে বাংলাদেশ।
এরপর মাহিদুল অঙ্কনের সাথে ৫৫ রানের জুটি গড়েন এনামুল হক বিজয়। আটত্রিশ রান করে বিজয় আউট হলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে মাহিদুল অঙ্কন ও অধিনায়ক সোহানের ব্যাটে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ 'এ' দল।