টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন আর টেস্ট ক্রিকেট খেলতে চান না তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের ইন্সটাগ্রাম পোস্টে জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত।
৩৬ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৩টি টেস্ট খেলেছেন। যেখানে ভারতের জার্সিতে তিনি ৪৬.৮৫ গড়ে করেছেন নয় হাজার ২৩০ রান। করেছেন ৩০ সেঞ্চুরি ও ৩১ হাফসেঞ্চুরি।
তবে গত পাঁচ বছর ধরেই কোহলির রানের গড় উল্লেখযোগ্য হারে কমেছে। সবশেষ ৩৭ টেস্টে মাত্র তিন সেঞ্চুরিতে করেন ১৯৯০ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ডিসেম্বর-জানুয়ারিতে পাঁচ টেস্টে তার গড় ছিল ২৩.৭৫।
আউট হওয়া আট ইনিংসের মধ্যে সাতটিতেই তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।
গেল অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে অবসরের কথা ভাবছিলেন কোহলি। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও বাকি টেস্টগুলোতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। গেল বছর ১০ টেস্টে মাত্র ২২ দশমিক ৪৭ গড়ে করেছেন মাত্র ৩৮২ রান।
ফর্ম কিছুটা পড়তির থেকে থাকলেও ইংল্যান্ড সিরিজের আগে অবসরের ব্যাপারে পুনর্বিবেচনা করতে বলেছিল ভারতীয় বোর্ড। তবে বোর্ডের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন কোহলি। নিজের সিদ্বান্তেই অনড় থাকলেন তিনি।
নিজের ইন্সটাগ্রাম পোস্টে এক আবেগঘন বার্তা লেখেন তিনি। পুরো ক্যারিয়ারের জন্য পরিবার ও সতীর্থ সবাইকে জানান কৃতজ্ঞতা। সাদা পোষাকে ভারতের হয়ে খেলা প্রতিটি মুহূর্তকে লালন করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। বিদায় কিং কোহলি।