টেস্ট থেকে কোহলির বিদায়: সাবেক-তারকা ক্রিকেটারদের প্রতিক্রিয়া

বিরাট কোহলি
ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের খবরে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিংবদন্তি শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স থেকে শুরু করে বাংলাদেশের মুশফিকুর রহিম, সবাই জানিয়েছেন প্রতিক্রিয়া।

ক্রিকেট বিশ্বের অবিসংবাদিত কিংবদন্তি, কারো কারো চোখে সর্বকালের সেরা। সব ফরম্যাটে সমানতালে রানের ফোয়ারা ছুটিয়েছেন যিনি, একের পর এক ঝড় তুলেছেন রেকর্ডবুকে। ক্রিকেটের কুলীন সংস্করণের সবশেষ রাজা।

নানা ভাষায়, নানান উপাধিতে ভূষিত হন বিরাট কোহলি। ক্রিকেটের প্রতি তার নিবেদন-আবেদন জাগায় কৈশোর-তারুণ্যের প্রাণে। সেই কোহলি জানিয়ে দিয়েছেন, অভিজাত সংস্করণের ক্রিকেটে ব্যাট-প্যাড গুছিয়ে ফেলেছেন। আর নামবেন না সাদা পোশাকে মাঠ মাতাতে।

কোহলির অবসরের ঘোষণায় যেন স্তব্ধ গোটা ক্রিকেট দুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সবার প্রয়াস, কিং কোহলিকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশের।

ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের দিনে কোহলির সঙ্গে স্মৃতি স্মরণ করে লিখেছেন, তুমি কেবল ভারতের ক্রিকেটকে রানই দাওনি, বরং উপহার দিয়েছো অসংখ্য নিবেদিত ক্রিকেটার আর অজস্র সমর্থক।

প্রোটিয়া লিজেন্ড এবিডি ভিলিয়ার্স লিখেছেন, অভিনন্দন বিরাট। তোমার একাগ্রতা আর দক্ষতা আমাকে সবসময়ই প্রেরণা জুগিয়েছে। তুমি সত্যিকারের কিংবদন্তি।

সাবেক অজি তারকা ব্র্যাড হগ তার লেখনীতে মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক কোহলিকেও। টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রায় ৬০ শতাংশের কাছাকাছি জয়ের হার, এও তো রেকর্ড! সাবেক অজি ক্রিকেটার ও কোচ টম মুডি লিখেছেন, টেস্ট ক্রিকেটের প্রতি কোহলির মনোযোগ অতুলনীয়।

লঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া মনে করিয়ে দিয়েছেন, রেকর্ডের পাশাপাশি ফিটনেস সচেতনতা আর মাঠের বাইরে কোহলির ত্যাগের কথা।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের মতে, এই যুগে টেস্ট ক্রিকেটের প্রতি এমন একাগ্রতা, নিবেদন আর কেউ দেখায়নি।

এসএস