টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ

ক্রিকেট
এখন মাঠে
0

টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মেহেদি হাসান মিরাজ। আজ (মঙ্গলবার, ১৩ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি। মিরাজের প্রত্যাশা, সদ্য নিয়োগ পাওয়া বোলিং কোচ শন টেইট টাইগার বোলিং ইউনিটকে আরো শক্তিশালী করবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফরম্যান্স করেও আরব আমিরাত সিরিজের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মিরাজের। তবে, আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই নম্বরে উঠে আসায় সেই দুঃখে কিছুটা হলেও প্রলেপ পড়েছে। ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত মিরাজের লক্ষ্য অবশ্য আরো সুদূরপ্রসারী।

মেহেদি হাসান মিরাজ বলেন, ‘এক নম্বরে আসতে পারলে আরো ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক ওপরে যাওয়ার। তারপরও দিনশেষে অনেক লং টাইম যেতে হবে। নিজেকে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরম্যান্স করতে হবে। সেজন্য অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোটভাবে আগানোর চেষ্টা করছি।’

তবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে তাড়া নেই টাইগার অলরাউন্ডার মিরাজের। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পরিশ্রম করে উন্নতি করতে চান তিনি।

মেহেদি হাসান মিরাজ বলেন, ‘মাইলফলক তো অবশ্যই ভালো লাগবে। দ্বিতীয়ত হলো, বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তো আরো বেশি ভালো লাগার বিষয়। শর্টকাটের কোনোকিছু নাই, লংওয়ে যেতে হবে। এর জন্য অনেক কষ্ট করতে হবে।’

টাইগারদের নতুন বোলিং কোচ শন টেইট বাংলাদেশের কোচিং প্যানেলে প্রথমবারের মতো যোগ দিলেও বিপিএলের সুবাদে মিরাজের সঙ্গে সখ্যতা পুরনো। খুব কাছ থেকে দেখেছেন অজি কোচকে। সেই অভিজ্ঞতায় মিরাজের আত্মবিশ্বাস নতুন নিযুক্ত বোলিং কোচের অধীনে দারুণ কিছু করবে বাংলাদেশ।

মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমার মনে হয় এরকম কোচ থাকা দলের জন্য খুব ভালো। আমি নিজও ওকে ব্যক্তিগতভাবে চিনি। জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে এবং নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। সে জানে যে এখানে কীভাবে কী করতে হবে। আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য।’

জাতীয় দলে মিরাজের ক্যারিয়ার শুরু টেস্ট বোলার হিসেবে। তবে সুযোগ পেলেই নিজের ব্যাটিং সামর্থ্যের জানান দিয়েছেন, দিচ্ছেন; হয়ে উঠেছেন টাইগার টিমের অন্যতম ভরসার নাম। লক্ষ্য এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটেই সেরার মুকুট পরার।

এসএস