পিএসএল খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মিরাজ

মেহেদি হাসান মিরাজ
ক্রিকেট
এখন মাঠে
0

সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগের শেষ ভাগে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকেও। পিএসএল খেলতে এই অলরাউন্ডারকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস।

টুর্নামেন্টের প্লে-অফে অংশগ্রহণের জন্য চলতি মাসের ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত এনওসি পেয়েছেন মিরাজ। সোমবার এক বার্তায় নিশ্চিত করেছে বিসিবি।

এর আগে একইদিন সকালে বোর্ডের কাছে আবেদন করেছিলেন মিরাজ। এই মুহূর্তে জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মিরাজ। তাই প্রথমবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি পেতে বেগ পেতে হয়নি তাকে।

রিশাদ হোসেন-সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লাহোর কালান্দার্সে যোগ দিবেন মিরাজ। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে গেলো ৯ মে বন্ধ হয়ে যায় পিএসএল। কয়েকজন বিদেশি খেলোয়াড়ের অনুপস্থিতিতে ডাক পান সাকিব, এরপর যোগ দিচ্ছেন মিরাজেরও।

এএইচ