বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৮ মে

বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দল
ক্রিকেট
এখন মাঠে
0

অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি। আগামী ২৮ মে শুরু হবে প্রথম ম্যাচ। আজ (বুধবার, ২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল দুদলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে পাক-ভারত সীমান্ত যুদ্ধের ফলে সিরিজটি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। মাঝপথে থেমে যায় পাকিস্তান সুপার লিগও (পিএসএল)।

দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি হলে আবারও শুরু হয় পিএসএল। তবে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি। বৈরি পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সবুজ সংকেত নিয়ে দেশটিতে সফর করার সিদ্ধান্ত নিলেও, ম্যাচ কমিয়ে আনার এবং এক ভেন্যুতে সবগুলো ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি।

আর তাতে রাজিও হয় পাক বোর্ড। পাঁচ ম্যাচের পরিবর্তে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ২৮, ৩০ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই আয়োজিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এসএস