বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই দলের বড় তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি। রিজওয়ান না থাকায় অধিনায়কত্ব সামলাবেন সালমান আলী আঘা। সহ-অধিনায়ক হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান।
দলে জায়গা পেয়েছেন এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাইম আইয়ুব।
এ ছাড়া পিএসএলে দারুণ ফর্মে থাকা ফখর জামানকেও স্কোয়াডে রেখেছে পিসিবি। এই সিরিজ দিয়েই শুরু হবে পাকিস্তান ক্রিকেটে মাইক হেসন অধ্যায়।
স্কোয়াডে পিএসএলের পারফরম্যান্সকেই প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা।