পিএসএল খেলতে পাকিস্তানে রিশাদ

পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ
ক্রিকেট
এখন মাঠে
0

আরব আমিরাত সিরিজ শেষে পিএসএল খেলতে আবার পাকিস্তানে পাড়ি জমিয়েছেন রিশাদ হোসেন। প্লে অফ পর্বে লাহোরের হয়ে মাঠে নামার সম্ভাবনা আছে রিশাদের। সেখানে তার সঙ্গী জাতীয় দলের দুই সতীর্থ সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা পেয়েছে লাহোর। ফলে তাদের খেলতে হবে এলিমেনেটরে।

বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ২২ মে) রাত ৯টায় করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স। জিতলে সুযোগ মিলবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার।

যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ইসলামাবাদ ইউনাইটেড। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন রিশাদ।

সেজু