ইনজুরিতে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন বাহাতি এই পেসার।

ফিজের বদলে দলে ডাক পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। রোববার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মুস্তাফিজের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরেছে। তাই অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এরপর পরীক্ষা করে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। এরআগে আইপিএলের শেষ সময়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩ ম্যাচে মাঠে নামে ফিজ। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ইনজুরিতে পড়ের কাটার মাস্টার।

এদিকে মুস্তাফিজের বদলি হিসেবে ডাক পাওয়া খালেদ আহমেদের এখনো জাতীয় দলের অভিষেক হয়নি টি-টোয়েন্টি ফর‌ম্যাটে।

সেজু