আগে থেকেই ২২৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে থাকা আফগানিস্তান এখন বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।
এর আগে, র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতেও দশে নেমে যায় বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়, বাংলাদেশ আছে নবম স্থানে। টি-টোয়েন্টিতে ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।