কাল থেকে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প শুরু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরানো ছবি
ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির জন্য আগামীকাল সোমবার (৯ জুন) থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কয়েকদিনের অনুলীলন শেষে আগামী ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের।

পূর্ণাঙ্গ সিরিজের শ্রীলঙ্কা সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরই মধ্যে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

অনুশীলন ক্যাম্পের প্রথম দিন থেকেই ক্রিকেটারদের প্রস্তুতিতে উপস্থিত থাকবে জাতীয় দলের পুরো কোচিং স্টাফ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সাথে সর্বশেষ দুই সিরিজে ড্র করার পর ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে আবারো সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ। 

এদিকে আরব আমিরাত ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ হেরে বাজে সময় পার করছে শান্ত-লিটনরা। তাই সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রস্ততিকে দেশের ক্রিকেটে সুদিন ফেরানোর প্রস্তুতিও বলা যায়।

এসএইচ