আরসিবির শিরোপা উদযাপনে প্রাণহানি: কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ

আরসিবির শিরোপা উদযাপন
ক্রিকেট
এখন মাঠে
0

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শিরোপা জয়ের উদযাপন ঘিরে ১১ জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগে কোহলিকে আইপিএলের মাধ্যমে জুয়া প্রচার করে ভিড় উসকে দেয়ার জন্য দায়ী করা হয়েছে।

দেশটির গণমাধ্যম বলছে, কোহলির বিরুদ্ধে অভিযোগটি দিয়েছেন সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। তবে প্রাণহানির ঘটনায় এরই মধ্যে যে মামলা হয়েছে সেটির চলমান তদন্তে অভিযোগটি খতিয়ে দেখা হবে। 

৩ জুন পাঞ্জাবকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয় আরসিবি। পরদিন বেঙ্গালুরু ফিরে উদযাপন করার সময়, স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন নিহতের পাশাপাশি আহত হন অনেকে। 

এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে আরসিবির টিম ম্যানেজমেন্টের চারজনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ।

এসএইচ