এ দিন ব্রিস্টলে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই লুক উডের বলে বিদায় নেন উইন্ডিজ ওপেনার এভিন লুইস। দ্বিতীয় উইকেটে জনসন চার্লস ও শাই হোপের ৯০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফররতরা।
শেষদিকে রোভম্যান পাওয়েলের ১৫ বলে ৩৪ রানের ক্যামিওতে ১৯৬ রানের সংগ্রহ পায় তারা। জবাবে ইংলিশদের শুরুটাও ভালো হয়নি। আট ওভারের মধ্যেই দুই উইকেট হারালে চাপে পড়ে তারাও।
যদিও জস বাটলার ও হ্যারি ব্রুকের ব্যাটে জয়ের ভিত গড়ে। শেষ দিকে টম ব্যান্টন ও জ্যাকব বেথেলের ঝড়ে ৯ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।