আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঈদের ছুটি কাটিয়ে গেলো সোমবার (৯ জুন) দুপুরে অনুশীলন ক্যাম্পে ফেরেন ক্রিকেটাররা। সেখানে শুরু থেকেই আছেন কোচিং স্টাফের সকল সদস্যও।
দুইদিনের সেশন শেষে এবার প্রস্তুতি ম্যাচে নেমেছেন তারা। ম্যাচ শেষে শুক্রবার (১৩ জুন) দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দ্বীপরাষ্ট্রটিতে উড়াল দেবেন টাইগাররা। সফরকে সামনে রেখে ঈদের আগেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এবাদত হোসেন চৌধুরী।
সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব যথারীতি থাকছে নাজমুল হোসেন শান্তর কাঁধেই। আর তার ডেপুটি হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। গলে ১৭ জুন মাঠে গড়াবে প্রথম টেস্ট।