টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নতুন রেকর্ড স্মিথের

অজি ব্যাটার স্টিভেন স্মিথ
ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রেকর্ড করলের অজি ব্যাটার স্টিভেন স্মিথ। লর্ডসে টেস্ট ইতিহাসে সফরকারী দলের সেরা ব্যাটার এখন স্মিথ।

লর্ডসে বরাবরই হেসেছে স্মিথের ব্যাট। এই মাঠে ৬ টেস্টে ১০ ইনিংসে ৫৯.১০ গড়ে স্মিথ করেছেন ৫৯১ রান। ২০১৫ সালে এই মাঠেই করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২০২৩ সালে লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

এতদিন লর্ডসে সফরকারি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭৫ রান ছিল বার্ডসলির আর সোবার্সের রান ছিল ৫৭১। দুইজনেই এই মাঠে খেলেছেন ৫ টেস্ট। অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের রান ছিল ৪ টেস্টে ৫৫১।

লর্ডসে সবচেয়ে বেশি রানের রেকর্ড ইংলিশ ব্যাটার জো রুটের। ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটার এই মাঠে ২২ ম্যাচে করেছেন ২ হাজার ২২ রান। স্মিথ গত রাতে করেছেন আরেকটি রেকর্ড।

ইংল্যান্ডের মাটিতে ২৩ টেস্টে তার পঞ্চাশ ছোঁয়া ইনিংস এখন ১৮টি। এর মধ্যে সেঞ্চুরি ৮টি, ফিফটি ১০টি।

সফরকারী ব্যাটারদের মাঝে এটিই সর্বোচ্চ। স্মিথ এখানে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার ও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকে। দুজনেরই পঞ্চাশ ছোঁয়া ইনিংস আছে ১৭।

সেজু