শেষ ইনিংসে প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮২ রান। আগের তিন ইনিংসের বিচারে লক্ষ্যটা মোটেও সহজ ছিল না দক্ষিণ আপ্রিকার জন্য। তাইতো তাদের এ লড়াই অসাধারণ ছিল তা বলাই যায়।
চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলায় ২ উইকেটে ২১৩ রান তুলেছিল প্রোটিয়ারা। জয়ের জন্য চতুর্থ দিনে তাদের প্রয়োজন ছিল ৬৯ রান, হাতে ছিল ৮ উইকেট। তৃতীয় উইকেটে মার্করাম-বাভুমার ১৪৭ রানের জুটির কল্যাণেই মূলত জয়ের পথ মসৃণ হয় দক্ষিণ আফ্রিকার।
এর আগে, টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের পাঠায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২১২ রানে প্রথম ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার।
তবে প্রোটিয়ারাও তাদের প্রথম ইনিংসে বিশেষ সুবিধা করতে পারেনি। মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায় তারা। ৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২০৭ রান তোলে অস্ট্রেলিয়া এতে ২৮১ রানের লিড পায় তারা। এই রান তাড়া করার লড়াইটা প্রোটিয়াদের জন্য তাই বেশ কঠিনই ছিল।
শেষ পর্যন্ত এ রান তাড়া করে ২৭ বছরের আক্ষেপ ঘোচালো তারা। এই ম্যাচ জয়ের নায়ক হিসেবে ম্যাচ সেরার পুরস্কার ওঠে এইডেন মার্করামের হাতে।