চট্টগ্রামে প্রস্তুতি শুরু হাই-পারফরম্যান্স ইউনিটের

চট্টগ্রাম
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট
ক্রিকেট
এখন মাঠে
0

চট্টগ্রামে ক্যাম্প করতে বিসিবি একাডেমি ছেড়েছে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত বিসিবির ২৮ সদস্যের হাই-পারফরম্যান্স ইউনিট।

এইচপি দলের প্রথম ধাপে ১৭ জুন থেকে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্যাম্প।

যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। প্রথম ধাপের অনুশীলন শেষ করে ১৫ জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে। সেখানে ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে।

এইচপি ইউনিটের এই ক্যাম্প শুধু একটি সাধারণ অনুশীলন নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ব্যবস্থা, যার মাধ্যমে খেলোয়াড়দের শুধু স্কিল নয়, উন্নত মানসিকতা ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করা হবে।

দুই ভেন্যুতেই ঘাস ও স্পোর্টিং উইকেট চাওয়া হয়েছে বলে জানিয়েছেন এইচপির হেডকোচ ডেভিড হ্যাম্প।

সেজু