দ্বিতীয় দিনের শুরুতে আগের দিনের দুই সেঞ্চুরিয়ান শান্ত ও মুশফিক সাবলীলভাবেই ব্যাটিং শুরু করেছিলেন। তবে এদিন স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেড়শ রানের মাইলফলক থেকে দুই রান দূরে থাকতেই আউট হন তিনি।
তবে রানের চাকা সচল রাখার দায়িত্বটা ভালোভাবে সামাল দেন মুশফিক আর লিটন। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ১৬৩ রান করে আউট হন মুশি।
অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি তুলে নেন লিটন দাস। ৯০ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে আত্মহুতি দেন তিনি।
শেষ দিকে পেসার রাত্নায়েকে দ্রুত সাঝঘরে ফেরান জাকের আলি, তাইজুল ও নাইম হাসানকে। তবে বাংলাদেশ দল এরই মধ্যে স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৪৮৪ রান। গলে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে চারশত রান তোলার পরেও কোনো দল ম্যাচ হেরেছে এমন রেকর্ড কেবল একটি।