টেস্টের রজতজয়ন্তীতে নিজেদের অনুভূতির কথা জানালেন রাজ্জাক-অপি

ক্রিকেট
এখন মাঠে
0

২৫ বছরের টেস্ট পদচারণায় ক্রিকেটারদের অর্জনকে খাটো করে দেখতে নারাজ সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি। বাংলাদেশের বর্তমান টেস্ট টিম কম্বিনেশন ভবিষ্যতে সাফল্য পাবে বলে বিশ্বাস সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের। টেস্টের রজতজয়ন্তীতে নিজেদের অনুভূতির কথা জানালেন সাবেক দুই ক্রিকেটার।

২০০০ সালের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ দল। সেই বছর ১০ নভেম্বর প্রথমবারের মতো খেলে ক্রিকেটের গৌরবময় ফরম্যাট টেস্ট ক্রিকেট। সময়ের পরিক্রমায় পূর্ণ হয়েছে ২৫ বছর।

টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিসিবি আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠানের। একই দিনে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্টে ক্রিকেটের অনার্স বোর্ড চালু করেছে বিসিবি। যেখানে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটাদের নাম, পাশাপাশি রয়েছে টেস্ট ক্যাপের নাম্বার এবং বছরও।

সময়ের হিসেবে ২৫ বছর লম্বা সময় হলেও ক্রিকেটীয় বিবেচনায় এই সময়কে দীর্ঘ মানতে নারাজ সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বাংলাদেশের ক্রিকেটে অনেক উত্থান পতনের মাঝেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা জানালেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘অন্যদের ইতিহাস দেখলে দেখা যায় ৮০, ৯০, ১০০ বছর বা ১৫০ বছরও আছে। সেদিক থেকে বাংলাদেশ দল ভালো-মন্দ মিলিয়েই ২৫ বছর কাটিয়েছে। একদম কিছু হয়নি সেটা বলা ভুল হবে আবার একদম থেমে আছে সেটা বলাও ভুল হবে। আমার কাছে মনে হয় বাংলাদেশ দল আসলে সঠিক ট্র্যাকে আছে।’

২৫ বছর আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের সবাইকে একত্রে পেয়ে আনন্দিত এক সময়কার স্টাইলিশ ওপেনার মেহেরাব হসেন অপি। সময়ের পরিক্রমায় টেস্ট ক্রিকেটে দেখছেন বেশ কিছু অর্জন।

মেহেরাব হসেন অপি বলেন, ‘মুশফিকুর রহিমের টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি আছে। এরকম খেলোয়াড়ও প্রডিউস করতে পেরেছে, এটাও কিন্তু বিসিবির একটা সাফল্য। তামিম ইকবালের লর্ডসের শতকের কথা আমরা ভুলে যাইনি। সাকিব আল হাসানের মতো তিন ফরম্যাটে বিশ্বের সেরা অলরাউন্ডার পেয়েছি। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে ধারাবাহিকতার দিক থেকে অনেক আপস এন্ড ডাউন ছিল। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি।’

২৫ বছর আগের টিম বাংলাদেশ যেমন চমক জাগানিয়া ছিল একইভাবে বর্তমান টিমকেও প্রমিজিং মানেন আব্দুর রাজ্জাক। সাকিব-তামিমদের অনুপস্থিতি থাকলেও টেস্ট সেট-আপ নিয়ে আশাবাদী সাবেক এই বাঁহাতি স্পিনার।

আব্দুর রাজ্জাক বলেন, ‘ভালো-মন্দ মিলিয়েই হবে। খারাপও থাকবে, ভালোও থাকবে। এটা ডিপেন্ড করে জেনারেশনের উপর। কিছু কিছু জায়গায় আরও কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে, হওয়া সম্ভব। আমি শিউর যে আগামী পাঁচ বছর পর আমাদের দল এখন যে অবস্থায় আছে এর থেকে আরও ভালো অবস্থানে থাকবে।’

ক্রিকেটের বনেদি এই ফরম্যাটে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা নেই। ২৫ বছরে ২৩ জয়ের বিপরীতে হার ১১ ম্যাচে। তবে নতুন বোর্ডের অধীনে তরুণ ক্রিকেটার তৈরিতে একযোগে কাজ করবে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। এভাবেই উন্মোচিত হবে বাংলাদেশের আগামীর সাফল্য।

এসএস