চার মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরলো বাংলাদেশ

শ্রীলংকা ও বাংলাদেশ দলের অধিনায়ক
ক্রিকেট
এখন মাঠে
0

চার মাসের বিরতির শেষে আবারো ওয়ানডে ফরম্যাট খেলতে নেমেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ওডিআই সিরিজে টাইগারদের ফর্মে ফেরার চ্যালেঞ্জ আর নতুন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ মেহেদি হাসান মিরাজের সামনে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে কলম্বোতে প্রস্তুতিও সেরে নিয়েছে বাংলাদেশ।

‘আউট অব সাইট আউট অব মাইন্ড’, নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশের অবস্থাটা অনেকটা এমনই। আট মাস আগে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ৫০ ওভারের ক্রিকেটে জয়ের মুখ দেখেছিলো বাংলাদেশ।

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াটওয়াশের তিক্ত স্বাদ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টানা হারের লজ্জা। অবনমন হয় আইসিসি র‌্যাংকিংয়েও। সবমিলিয়ে ফেভারিট ফরম্যাটে টানা ৬ ম্যাচ হারে প্রশ্ন ওঠে টাইগারদের সামর্থ্য-সক্ষমতা নিয়েও।

হারের বৃত্ত ভাঙতে নাটকীয়ভাবে শান্তকে সরিয়ে মিরাজকে ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব দেয় বিসিবি। এর আগে, লম্বা সময়ের জন্য দায়িত্ব না পেলেও নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ৪ ম্যাচে খণ্ডকালীন ক্যাপ্টেনসি করেন মিরাজ। যদিও, অধিনায়ক হিসেবে জয়ের দেখা পাননি একটিতেও। তাই লংকানদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজটা ক্যাপ্টেন মিরাজের জন্যও নিজেকে প্রমাণের এক বড় চ্যালেঞ্জ।

বোলিংয়ে তাসকিন আহমেদের ফেরা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ খবর। তবে দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। টি-টোয়েন্টি আর টেস্ট খেলার মধ্যে থাকাটা শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে প্রভাব ফেলে কিনা সেটিও যথেষ্ট চিন্তার খোরাক যোগাচ্ছে টাইগারদের। তবে, অতীতের ব্যর্থতা ভুলে জয়ের দিকেই চোখ থাকবে মিরাজদের। আর সেই মিশনের প্রথম পরীক্ষায় কলম্বোতে দুপুর ২টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এএইচ