অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টে ১৩৪ ও ১১৮ রানের দুর্দান্ত ইনিংস দুটি পান্থকে এনে দিয়েছে ক্যারিয়ারসেরা ৮০১ রেটিং পয়েন্ট। ইংল্যান্ডের জয়ের নায়ক জো রুট রয়েছেন শীর্ষে, বেন ডাকেট ক্যারিয়ারসেরা ৭৮৭ পয়েন্টে র্যাংকিংয়ের আট নম্বরে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিন ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে।
বোলারদের মধ্যে জশ হ্যাজলউডের পাঁচ উইকেট ও জেডেন সিলসের ইনিংসে পাঁচ উইকেট তুলে নেয়া পারফরম্যান্স তাদের এনে দিয়েছে যথাক্রমে চার নম্বর ও নয় নম্বর অবস্থান। শীর্ষে আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।
অলরাউন্ডারদের তালিকায় এখনও এগিয়ে আছেন রবীন্দ্র জাদেজা। তবে আলো ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার ও করবিন বোস।