গেলো কয়েক দিন ধরেই বাতাসে ভাসছিল গুঞ্জন। বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের সফরে আগ্রহ নেই দেশটির সরকার এবং ক্রিকেট সংশ্লিষ্টদের, এমন খবর প্রচার করেছিল একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। শেষ পর্যন্ত সেই কথাই সত্য হয়ে এলো। আনুষ্ঠানিক বার্তায় দেশটির ক্রিকেট বোর্ড-বিসিসিআই নিশ্চিত করেছে, চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফর করছে না ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, দুই বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে ২০২৫ সালে ভারত-বাংলাদেশের সিরিজটি স্থগিত করা হয়েছে। আলোচনা শেষে ভবিষ্যতে এই সিরিজ আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে দুই বোর্ড।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে সিরিজটি। বিসিবি ২০২৬ সালের নতুন সূচিতে ভারত দলকে স্বাগত জানাতে আগ্রহী বলেও উল্লেখ করা হয়েছে ভারতীয় বোর্ডের বার্তায়। সংশোধিত সিরিজের চূড়ান্ত তারিখ এবং সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
গেলো বছরের আগস্টে বাংলাদেশ রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্য দিয়েই পার করছে।
ভারতের গণমাধ্যমের ভাষ্য, সম্পর্কের এ শীতলতার মাঝে নিজ দেশের ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাতে আগ্রহী নয় দেশটি। বিসিসিআই নিজেও সরকারি সিদ্ধান্তের বাইরে যেতে নারাজ।