বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

ক্রিকেট
এখন মাঠে
0

তিন ম্যাচে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নেয়ার পর বাংলাদেশ এখন বেশ আত্মবিশ্বাসী। ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন।

ক্যান্ডিতে লঙ্কানদের কুপোকাত করবে টাইগাররা না কি ধরাশায়ী হবে? শেষ ম্যাচে মাঠে নামার আগে এমন সমীকরণের সামনেই দাঁড়িয়ে বাংলাদেশ। আগের ম্যাচে টানা সাত ম্যাচ হারের বৃত্ত ভেঙে অবশ্য সিরিজ নির্ধারণী নিয়ে বেশ আত্মবিশ্বাসী মিরাজরা।

সবশেষ আট ওয়ানডে সিরিজের সাতটিতেই হার। একমাত্র সিরিজ জয়টাও এসেছিল ঘরের মাটিতে। জয়ের স্বাদ পুরনো হলেও পরাজিত দলের জায়গায় নামটা শ্রীলঙ্কার। বছর ঘুরে আবার সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। শ্রীলঙ্কায় কখনও সিরিজ না জেতা টাইগারদের কাজটা কঠিন হলেও সুযোগটা কাজে লাগাতে চান ইমন।

জাতীয় ক্রিকেট দলের ব্যাটার পারভেজ হোসেন ইমন বলেন, ‘আমাদের একটা বড় সুযোগ, কালকে ম্যাচ জিতলে ইনশাআল্লাহ ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও কনফিডেন্স তৈরি হবে। শেষ ম্যাচ জেতার পর ওইটা ফিল করছি। সবাই হাসিখুশি আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা জেতার। আমরা আমাদের সেরাটা ওখানে ট্রাই করবো।’

ক্যান্ডিতে এর আগে মাত্র দুটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয়-পরাজয়ের হার যেখানে ফিফটি-ফিফটি। তবে সাকিব-রিয়াদদের মতো সিনিয়রদের বিদায়ের পর তুলনামূলক অনভিজ্ঞ টাইগারদের জন্য সিরিজ জেতার কাজটা কঠিন।

তবে দ্বিতীয় ওয়ানডেতে তানজিম সাকিব- তানভীর ইসলামরা লড়াইয়ের যে মানসিকতা দেখিয়েছে, সেটা ধরে রাখতে পারলে শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়টা খুবই সম্ভব।

এসএস