ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট
এখন মাঠে
0

ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে এসেছে দুই পরিবর্তন। ২১ জুলাই থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৬ সদস্যের দলে দুই পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্পেনসার জনসনের পরিবর্তে দলে ঢুকছেন ওপেনার জ্যাক-ফ্রেজার-ম্যাকগার্ক ও পেসার জস হ্যাজেলউডের বদলি হিসেবে দলে ঢুকছেন পেসার হ্যাভিয়ের বার্টলেট।

জাতীয় দলের চুক্তি থেকে বাদ পড়লেও আরেকবার সুযোগ পাচ্ছেন ম্যাকগার্ক। অন্যদিকে পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় খেলবেন না হ্যাজেলউড।

নিজেদের সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ১২টিতে জয়লাভ করে অজিরা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ধারা অব্যাহত রাখতে চায় তারা।

প্যাট কামিন্সের অনুপস্থিতে দল কে নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। এছাড়া দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটার ট্রাভিস হেড।

সেজু