প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অ্যামাজনের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন মঈন আলী। দুবাই ক্যাপিটালসের কালিম সানা ৩১ রানে তুলে নেন ৪ উইকেট।
তবে এদিন বল হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব। ৪ ওভার বল করে কোনো উইকেট পাননি বাংলাদেশি এ অলরাউন্ডার। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্যাপিটালস। দলের হয়ে সেদিকুল্লাহ আতালের ২৫ আর নিরোশান ডিকওয়েলার ২৬ রানের ইনিংসই ছিল উল্লেখযোগ্য।
ব্যাটিংয়ে নেমে ৪ রানে মঈন আলির বলে বোল্ড হন সাকিব। মাত্র ৮১ রানেই থেমে যায় দুবাই ক্যাপিটালসের ইনিংস। ১২ রানে ৪ উইকেট নিয়ে দুবাইয়ের ব্যাটিংয়ে ধস নামান ইমরান তাহির।