অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে মোটে ২৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই ডাকা হয় বিশেষ এই বৈঠক, যেখানে আমন্ত্রিত ছিলেন সাবেক তিন অধিনায়ক ব্রায়ান লারা, স্যার ক্লাইভ লয়েড এবং স্যার ভিভ রিচার্ডস।
এছাড়া এ বৈঠকে উপস্থিত ছিলেন শিভনারায়ণ চন্দরপল, ডেজমন্ড হেইন্স এবং ইয়ান ব্র্যাডশর মতো সাবেকরাও।
উইন্ডিজ ক্রিকেটের প্রধান কিশোর শ্যালো এ বিশেষ বৈঠকের আয়োজন করেন। মূলত দেশের ক্রিকেটের বিপর্যস্ত অবস্থার অবসান ঘটাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।