অধিনায়ক সালমানসহ প্রথম বহরের ঢাকায় এসেছেন মোট ১৪ জন খেলোয়াড় ও কোচ। আজ (বুধবার, ১৬ জুলাই) সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমান অবতরণ করে।
বিকেলের মধ্যে দলের বাকি সদস্যরা ঢাকায় পা রাখবেন বলে আশা করা হচ্ছে। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। আনুষ্ঠানিকতা শেষে ১৪ জনের পাকিস্তান দলকে নিয়ে যাওয়া হয় টিম হোটেলে।
আগামী ২০ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচের এই সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ২২ এবং ২৪ জুলাই তারিখে। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।