গ্লোবাল সুপার লিগ ফাইনাল: কাল রংপুরকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে গায়ানা

রংপুর রাইডার্স এবং গায়ানা আমাজন ওয়ারিয়র্সের লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিওর্স। বাংলাদেশ সময় শনিবার (১৯ জুলাই) ভোর ৫টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আসরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে গায়ানার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস বাড়ে বিপিএল ফ্রাঞ্চাইজি দলটির। পরের দুই ম্যাচেও দারুণ খেলে জয় নিশ্চিত করে সৌম্য সরকার, ইফতেখার আহমেদ, সাইফ হাসানরা। 

তবে এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করা রংপুর নিজেদের শেষ ম্যাচ সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে দাড়াতেই পারেনি। ১৩ দশমিক ৫ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয়েছে রংপুর। 

যদিও বৃষ্টির কারণে প্রতিপক্ষ সেন্ট্রাল ব্যাট করতে না পারায় ম্যাচের ফলাফল হয়নি। তবে ফাইনাল ম্যাচের আগে নুরুল হাসান সোহানদের এমন ব্যাটিং বিপর্যয় দুশ্চিন্তা বাড়াচ্ছে দলের। 

এর আগের আসরে ভিক্টোরিয়া দলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। ব্যাটিং-বোলিংয়ে ভুল শুধরে টানা দ্বিতীয় শিরোপার দিকে লক্ষ্য মোহাম্মদ আশরাফুলদের।

এসএইচ