আনুষ্ঠানিকতায় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন। নেই বাড়তি আয়োজনের আড়ম্বরতা। দু’দলের অধিনায়কের চোখে মুখেও মিলল উত্তেজনার উত্তাপের রেখা। যেন মাঠের জন্যই জমিয়ে রেখেছেন সব। তবে সংবাদ সম্মেলনে কিছুটা হলেও প্রকাশিত সিরিজের চাপা ঝাঁজ। পাকিস্তান অধিনায়কের কথায় জয়ের ধারা অব্যাহত রাখার দৃঢ়তা আর লিটন দাসের কণ্ঠে হারের বৃত্ত ভাঙার প্রত্যয়।
বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো ক্রিকেট খেললে রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না। তবে রেকর্ডের দিকে না তাকিয়ে ভালো ক্রিকেট খেলায় মনোযোগী হতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে প্রথম বার সিরিজ হারানোর তরতাজা স্মৃতি সঙ্গী বাংলাদেশের। অবশ্য সেই সাফল্যে গা ভাসাতে চান না ক্যাপ্টেন লিটন।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দুটো ভিন্ন দল, ভিন্ন খেলা, ভিন্ন কন্ডিশন। পার্টিকুলারলি ভালো ক্রিকেট খেলতে হবে। মনোযোগ ধরে রাখাটা বেশি জরুরি।’
ঘরের মাঠ হলেও মিরপুরের উইকেট বরাবরই রহস্যময়। চেনা মাঠ হলেও মিরপুরের প্রায়শ-ই হয়ে ওঠে অচেনা। উইকেট নিয়ে উদ্বেগটা তাই থাকছেই। তবে টাইগার অধিনায়কের প্রত্যাশা খেলাটা জমবে।
লিটন দাস বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, ব্যাটিং-বোলিং দুই সাইডই থাকবে।’
২০১৬ সালে মিরপুরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৯ বছর আগে মাশরাফির অধিনায়কত্বে সেই সাফল্যের পর মিরপুরে আরো পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।
তবে সাকিব-তামিমরা সেই সাফল্য ধরে রাখতে পারেনি। শ্রীলঙ্কার ইতিহাস গড়ে আসা লিটনের এবার তাই মিরপুরের পাক বধের গল্প লেখার পালা।